একুশের মেলায় এলো শাকির সবুরের নতুন বই ‘ছোট্ট কাল মাছ’
অমর একুশে বইমেলায় এসেছে প্রতিথযশা শিক্ষাবিদ, সাহিত্যিক ও অনুবাদক শাকির সবুরের নতুন বই সমকালীন ইরানের খ্যাতিমান শিশুকিশোর গল্পকার সামাদ বেহরাঙ্গির শ্রেষ্ঠ গল্প 'মাহি সিয়াহে কুচুলু'-এর বাংলা অনুবাদ 'ছোট্ট কালো মাছ'। গল্পটি বাংলা একাডেমির শিশু-কিশোর সাহিত্য ম্যাগাজিন 'ধানশালিকের দেশ'-এর এপ্রিল-জুন ২০২২ সংখ্যায় প্রকাশিত হয়। গল্পটি বাংলাভাষী শিশু-কিশোরদের জন্য ঝিঙেফুল বই আকারে প্রকাশ করল।বাংলা একাডেমির অমর একুশে বই মেলায় ঝিঙেফুল-এর স্টল ৬৫৭, ৬৫৮, ৬৫৯ নম্বরে বইটি পাওয়া যাচ্ছে।শাকির সবুর (অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সনামধন্য অধ্যাপক। প্রতিথযশা এ শিক্ষাবিদ বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।টাঙ্গাইল জেলার বাসাইলের এ কৃতি সন্তান অধ্যাপনার পাশাপাশি অনুবাদ, গবেষণা ও মৌলিক ...