“কাঁদতে চাই আমি”_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||কাঁদতে চাই আমি -----কিন্তু জলশূন্য আখি, শুকিয়ে যাওয়া পলির মতোঅভিনয়ের সংলাপে করি চেষ্টাঅঝোরে কাঁদার জন্য ব্যাকরণ খুঁজিনাট্যশালার কর্মীরা যেমন কাঁদে।কাঁদতে চাই আমি -----কিন্তু কিছু হারালে তো কাঁদবো?কি ছিলো তাও তো জানি না?উপন্যাসের করুন কাহিনীতে কাঁদবোতবে তা যে কৃত্রিমতায় ভরা, তাহলে কাঁদবো কেন?কান্নাটাও অনেক চড়া দামে কেনাচোখের জল যত্রতত্র পড়বেই বা কেন?কাঁদতে চাই আমি ----কিন্তু পারছি না কাঁদতে, অরণ্যে ও বটের ছায়ায়কাঁদতে গিয়েছিলাম, চোখে ঝর্ণার নহর বইলো না।ফিরলাম অশ্রুহীন আখি নিয়ে,লোকালয়, জনপদে বললো সবে,কি আশ্চর্য লোকটি কাঁদতে চায়?কাঁদতে চাই আমি----কিন্তু কৃত্রিম জলে সিক্ত হয়ে নয়, নহে কোনো মুখোশেপৃথিবীর কোনটি মানুষ, কোনটি রোবট?কোনটি মুখোশ চেনা বড়ো দুষ্কর। রোবটও কাঁদেপুতুলও কান্নার আওয়াজে মাতায় সবাইকেকার্টুনের কান্নায় কি জল বয়ে যায়?তবু্ও বলে সবে কান্না।...










