নাগেশ্বরীর চরে ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙন নতুন করে জীবনের স্বপ্ন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পর পানি নেমে গেলেও ভাঙনের তাণ্ডবে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা।নদীবেষ্টিত সাতটি ইউনিয়নের প্রায় তিন শতাধিক গ্রামের মানুষ আজ দিশেহারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই রাত জেগে বসতভিটা পাহারা দিচ্ছেন—যেন ভোর হতে না হতেই নদী গিলে না ফেলে ঘরবাড়ি।এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে শনিবার (১৬ আগস্ট) দুপুরে নাগেশ্বরী উপজেলার নারায়ানপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ী চর এলাকায় নদীর পাড় ঘেঁষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী শাখা। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপজেলার নয়টি নদীঘেরা ইউনিয়নের মানুষ।সমাবেশে বক্তারা আবেগঘন কণ্ঠে বলেন, নদীভাঙন প্রতিরোধে ...