শিক্ষাঙ্গনকে দলীয় লেজুড়বৃত্তি মুক্ত ও স্বচ্ছতা নিশ্চিত করার এখনই সময়
|| মেহেদী হাসান ||জাতির নবযাত্রার এ সূচনালগ্নে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুভার দায়িত্ব গ্রহণ করায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান-কে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন বরেণ্য এ শিক্ষাবিদ অতীতের যে কোনো উপাচার্যের চেয়ে নিঃসন্দেহে যোগ্যতম, যা তাঁর ব্যক্তিগত প্রোফাইল ঘাটলে সহজেই অনুমেয়। তাঁর পূর্বতন অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, এটাই জাতির প্রত্যাশা। আশাকরি, জাতির এ প্রত্যাশা পুরণে তিনি সফল হবেন।তৎকালীন পূর্ব-বঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছিল বিভিন্ন রাজনৈতিক উত্থান-পতনের প্রেক্ষাপটে। প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে, রাজনীতিও কখনো এ বিশ্ববিদ্যালয়ের পিছু ছাড়তে পারেনি। ফলে ভারত-পাকিস্তান বিভক্...