বাংলাদেশে মসজিদ ভিত্তিক সমাজ উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা
|| ড. আবু তুরাব মুশতাক আহমাদ ||ভূমিকা: মসজিদ আল্লাহর ঘর। মসজিদ ইসলামী সমাজের প্রাণকেন্দ্র ও একটি পবিত্রতম স্থান। মসজিদ ছাড়া মুসলিম সমাজ কল্পনাও করা যায় না। ইসলামী সমাজ ব্যবস্থায় মসজিদ একাধারে ইবাদাত-বন্দেগীর স্থান, সামাজিক ও ধর্মীয় মিলনায়তন, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র, বিচার ও সম্প্রীতি লেন-দেনের মিডিয়া, নেতৃত্ব ও আনুগত্যের সূতিকাগার। মসজিদকে আদর্শ ইসলামী সমাজের হৃৎপিণ্ডও বলা যায়। আল্লাহ তা‘আলার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান মসজিদ। মদিনায় হিজরতের পর রাসুলুল্লাহ স. এর ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড পরিচালিত হতো মসজিদ থেকে। রাসুলুল্লাহ স. এর পদাঙ্ক অনুসরণ করেছেন পরবর্তী খলীফাগণ।ইসলামের প্রথম যুগের মসজিদের দিকে আমরা যদি দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাব, সেই সময়ের মসজিদ শুধু নামাযের ঘর ছিল না; বরং তাদের মসজিদ ছিল পরামর্শগৃহ, বিচারালয়, শিক্ষাকেন্দ্র, মজলুমের আশ্রয়স্থল, শিশুদ...