আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের আশা, বাংলাদেশের লক্ষ্য ১৮৬ রান
|| স্পোর্টস ডেস্ক ||ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচই আধিপত্য বিস্তার করেই জিতেছে স্বাগতিকরা। সিরিজ নিশ্চিত করার পর এবার হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগ্রেসদের। সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করে ১৮৫ রানের সংগ্রহ গড়েছে সফরকারীরা।টসে জিতে আগে ব্যাটিং করে আজও টাইগ্রেস বোলারদের বিপক্ষে সুবিধা করে ওঠতে পারেনি আইরিশ নারীরা। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে সফরকারীরা।আইরিশদের হয়ে আজ দুর্দান্ত ব্যাট করেছেন গ্যাবি লুইস। অধিনায়ক লুইস আজ পেয়েছেন ফিফটির দেখা। ৭৯ বলে ৫২ রান করে আউট হয়েছেন তিনি।দলীয় ৯৭ রানে ফাহিমা খাতুনের বলে লুইস আউট হওয়ার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১৮৫ রানেই অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি ...