ভারতে এসে ভারতের বিপক্ষে খেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ- হাথুরুসিংহ
পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ভারত সফরে বাংলাদেশ। রোহিত শর্মার দলের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে সফরকারীরা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামীকাল থেকে।ভারতের বিপক্ষে এখনো পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টেও প্রতিপক্ষ ছিল ভারতই। সেই থেকে শুরু করে দুই যুগ সময় পার হলেও প্রতিবেশী দেশটির বিপক্ষে সাদা পোশাকে জয়ের দেখা পায়নি টাইগাররা।১৩ বারের দেখায় বাংলাদেশ হেরেছে ১১টিতেই, এসব হারের বেশ কয়েকটিই আবার ইনিংস ব্যবধানে। বৃষ্টির আশির্বাদে দুইটি টেস্ট হয়েছে ড্র। সবশেষ ভারত সফরেও টেস্ট সিরিজ হেরেছিল টাইগাররা। কখনোই না জিততে পারা দলটির বিপক্ষে আরও একবার খেলতে নামার আগে কি চাপে আছে বাংলাদেশ।গতকাল টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনেও করা হয়ে এমন প্রশ্ন। জবাবে হাথুরুসিংহ বলেন, ‘এই চাপকে সুবিধা হিসেবে দেখছ...