রজব মাসে “আইয়ামে বীয”এর সিয়াম
|| এডভোকেট মো. রেজাউল ইসলাম ||আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪ খ্রি.) থেকে ১৪৪৫ হিজরীর ৭ম মাস রজব মাসের আইয়্যামে বীয আরম্ভ হতে যাচ্ছে। দিনগুলো হলো শুক্রবার, শনিবার ও রবিবার; যথাক্রমে ২৬, ২৭ এবং ২৮ জানুয়ারি। মুসলিম জীবনে আইয়্যামে বীয-এর সিয়াম পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।🔳 "আইয়ামে বীয” কি?চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীয বা আইয়ামে বীদ বলা হয়। কারণ এই তিন দিনে চাঁদ পূর্ণতা লাভ করে, সবচাইতে বেশি আলোতিক থাকে। আলোকিত ওই রাতগুলোকে দিনের সাথে সম্পৃক্ত করে ‘আইয়ামে বীয’ নামকরণ করা হয়েছে।আমাদের প্রিয় নাবী মুহাম্মদ ﷺ আইয়ামে বীযের তিনদিন নিয়মিত সওম পালনে অভ্যস্ত ছিলেন।আব্দুল্লহ্ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লহ্ ﷺ বলেছেন, “প্রত্যেক মাসে তিনদিন সওম পালন করা, সারা বছর ধরে সওম পালনের সমান”। (বুখারীঃ ১৯৭৫, ১৯৭৬, মুসলিমঃ ১১৫৯)আবু যর (রাঃ) হতে বর্...
