আরব রাজাদের ঘুম ও যায়নবাদীদের বিজয় উল্লাস
|| প্রফেসর ড. মো: ময়নুল হক, ইবি ||১৯৪৮ জাতিসংঘে পাশ হওয়া ভূমিহীন ইহুদীদের জন্য ফিলিস্তিনী মুসলিমদের জমি বসত-ভিটা কেড়ে নেয়ার মাধ্যমে ইসরাইল নামক (বিষ বৃক্ষের) রাষ্ট্রের জন্ম দেয়া হয়। জন্মদাতা তৎকালীন বৃটিশ গভর্ণমেন্ট। বৃটিশ সাম্রাজ্যবাদীরা এক সময় গোটা পৃথিবীই শাসন করেছে বলা যায়। যাদের রাজ্যে সূর্য অস্ত যায় না, আর এ কারণেই তাদের পতাকা কখনই অর্ধনমিত হয় না। বৃটিশ কূটচালে পরাস্ত হয়ে স্বাধীনতা হারানো বহু দেশ আজো ধুকছে অমানিশার অন্ধ গলিতে। ওরা স্বাধীনতা ফিরিয়ে দিলেও এমন একটা চিহ্ন রেখে গেছে যাতে তারা চিরদিন স্মরণ করে একদিন তারা বৃটিশদের অধীনস্ত ছিল।ভারত বিভাজন করে ভারত-পাকিস্তান নামক দু’টি স্বাধীন রাষ্ট্র তৈরী করলেও কাশ্মীরকে জ্বলন্ত আগ্নেয়গিরী বানিয়ে রেখে যায়। ফিলিস্তিনীদের ভূমি জবর দখল করে ইসরাইল নামক স্বাধীন রাষ্ট্র তৈরী করে ফিলিস্তিন মুসলিমদের জন্য কবরস্থান বানিয়ে রেখে যায়। ১৯৫৬ সনে ...


