ধর্ম উপদেষ্টার সঙ্গে দারুল আরকাম শিক্ষক প্রতিনিধির মতবিনিময় ও স্মারকলিপি প্রদান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ দারুল আরকাম মাদ্রাসার একদল শিক্ষক প্রতিনিধি। এ সময় নেতৃবৃন্দ উপদেষ্টা মহোদয়কে অভিনন্দন জানান এবং "বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি" রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করেন।শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই স্মারকলিপি পেশ করেন কল্যাণ সমিতির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুল এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আল আমিন।নেতৃদ্বয় ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং মতবিনিময় সভা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন ...










