“কুয়াশার ভোর”_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||কুয়াশার ভোরে,ঠান্ডা ভাত কড়কড়ে।সরিষা ফুল পিষে,লবণ লঙ্কায় মিশে।মাখানো ভাত মার,খোকা করলো সাবার।চাষির কাঁধে লাঙ্গল জোয়াল,ভিখারিনী করছে সওয়াল।রসের হাঁড়ি কাখে,নিবেন বলে ডাকে।কুয়াশার ভোরে,খুকির ঠোঁট চড়চড়ে।চাদর মুড়িয়ে খুকি,দাওয়ায় বসে পড়ে।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৭ জানুয়ারি, ২০২৫।...










