এ সপ্তাহেই গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবে ইসরায়েল
|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েল এবং হামাস গাজা যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করবে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, তারা এই সপ্তাহে আরও জিম্মিদের হস্তান্তর করবে, যার মধ্যে দুটি শিশুর মৃতদেহও রয়েছে। খবর রয়টার্সের।গাজায় হামাসের নেতা খলিল আল-হায়্যা বলেছেন, বিবাস পরিবারসহ চারজনের মৃতদেহ বৃহস্পতিবার ফেরত দেওয়া হবে। এরপর শনিবার ছয়জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস নিশ্চিত করেছে যে, শনিবার ছয়জন জীবিত জিম্মি, বৃহস্পতিবার চারজন মৃত জিম্মি এবং পরের সপ্তাহে আরও চারজন জিম্মি মুক্ত করার জন্য কায়রোতে একটি চুক্তি হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মৃত জিম্মিদের নাম প্রকাশের আগে ইসরায়েলে তাদের শনাক্ত করা হবে।চুক্তির দ্বিতীয় ধাপের আলো...










