খুলনায় শীতের প্রস্তুতিতে নিক্সন মার্কেট-ক্লে রোডে উপচে পড়া ভিড়, শৈত্য প্রবাহের প্রস্তুতি
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার নিক্সন মার্কেট–ক্লে রোডে শীতের পোশাক কেনায় উপচেপড়া ভিড়, সামনে শৈত্যপ্রবাহের আশঙ্কায় বাড়ছে ব্যস্ততা।আজ ০৯ ডিসেম্বর ২০২৫ (২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ), খুলনা নগরীর নিক্সন মার্কেট ও ক্লে রোড এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দেখা গেছে উপচেপড়া ভিড় ও দীর্ঘ যানজট। সামনে শৈত্যপ্রবাহ নামতে পারে এমন আশঙ্কায় শীতের পোশাক কিনতে শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সবার ঢল নেমেছে এই পুরো বাজারজুড়ে। ফলে ফুটপাত, দোকান, রাস্তা—সব জায়গায় তৈরি হয়েছে তীব্র ভিড় ও চলাচলে অসুবিধা।আজকের আবহাওয়া অনুযায়ী খুলনায় দিনের গড় তাপমাত্রা ছিল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস, যা ডিসেম্বরের স্বাভাবিক গড়ের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। দিনের বেলায় আবহাওয়া হালকা উষ্ণ থাকলেও বিকেল ঘনাতেই বাতাসে শীতলতা বাড়ছে। রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে ১৫–১৭ ডিগ্রি সেলসিয়াসে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু ও...










