২৪-এর আন্দোলন দেখে মনে হয়েছে এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী: ওমর সানি
বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন বিনোদন অঙ্গনের তারকারা। সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পাশাপাশি রাস্তায় নেমেছিলেন তারা। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সমর্থন ছিল এ আন্দোলনে। তবে এ প্রজন্মের ওপর ভরসা ছিল না তার। কিন্তু ছাত্র-ছাত্রীদের আন্দোলন দেখে সেই ভুল ভেঙেছে তার।সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেন, আমার ধারণা ছিল ৮০ সালে যখন তরুণ ছিলাম, আমরাই সাহসী ছিলাম। ৯০-এর গণ আন্দোলনও চোখের সামনে দেখেছি। কিন্তু ২৪-এ আন্দোলন দেখলাম এতে মনে হয়েছে এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী। সত্যি বলতে ভেবেছিলাম, এখনকার ছেলে মেয়েরা ঘরকুনো, রাত জাগে, ফেসবুকসহ অনেককিছুতে আসক্ত। ওদের উপর ভরসা ছিল না। কিন্তু শুধু আমার কেন, গোটা দেশের মানুষের ধারণা পাল্টে দিয়ে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন। এ কারণে ওদের প্রতি আমার স্যালুট।তিনি আরও বলেন, তাদের জন্য নতুন বাংলাদেশ দেখছি। এই যেন বুক ভরে নিঃশ্বাস নিচ...