শিক্ষাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র প্রতিথযশা শিক্ষাবিদ অধ্যাপক ময়নুল হক
সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি।দেশের ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য বিভাগ আল-হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। বিভাগটির অন্যতম সিনিয়র অধ্যাপক, প্রতিথযশা শিক্ষাবিদ, জ্ঞানতাপস, অধ্যাপক ড. মো. ময়নুল হক। যিনি শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। অধ্যাপক হক আলোর বাতিঘর হয়ে জ্ঞানের দ্যুতি বিচ্ছুরণ করে যাচ্ছেন স্বার্থহীনভাবে।আধুনিক যুগে ইসলামী শিক্ষার উন্নতি সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের বিভাগটিতে যোগদানের পর থেকেই তিনি তাঁর মেধা, মনন, জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ তৈরির পাশাপাশি দক্ষতার সাথে ইসলামী শিক্ষার মানোন্নয়ন এবং বিভাগীয় উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর হাত ধরেই বিভাগীয় শিক্ষা কারিকুলামে পরিবর্তন এসেছে, বিভাগ পেয়েছে আধুনিকতার ছোঁয়া।অধ্যাপক ময়নুল হক শিক্ষাগুরু হিসেবে নীতি-আদর্শের এক অনন্য প্রতীক...