বার্ন ইউনিটে শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য গণিত শিক্ষকের আহাজারি
|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||পোড়া শরীর নিয়ে হাসপাতালের বেডে শুয়েও দগ্ধ শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য আহাজারি করছিলেন মাইলস্টোন স্কুলের গণিত শিক্ষক আশরাফুল ইসলাম। যেন তিনি তার সন্তানতুল্য শিক্ষার্থীদের জন্য কাতরাচ্ছিলেন।গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমার বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা একজন শিক্ষক এই আকুতি জানাচ্ছিলেন।শিক্ষক আশরাফুল ইসলাম একজন মানুষ, বাবা ও শিক্ষক। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীতে।তিনি বার্ন ইউনিটের যেই ওয়ার্ডে আছেন, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট। তিনি ব্যাথার থেকে বেশি কাতরাচ্ছিলেন তার স্টুডেন্টদের জন্য। তিনি বার বার বলছিল, ”ভাই,আমার বাচ্চাগুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন, ওদের কষ্ট হচ্ছে অ...