বন্যার্তদের মাঝে এইউবি’র উপহার সামগ্রী বিতরণ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লা ও ফেনীতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।বন্যায় জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে তীব্র খাদ্য, ঔষধ ও বিশুদ্ধ পানি সংকট। এ অবস্থায় বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে এইউবি পরিবার। বন্যাদুর্গত ৫০০ পরিবারের প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, খেজুর, মুড়ি ঔষধ সামগ্রী হিসেবে প্যারাসিটামল ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নাপা সিরাপ ও স্যালাইন প্রদান করা হয়। এছাড়া প্রতিটি পরিবারকে শিশু খাদ্য হিসেবে গুড়ো দুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে মোমবাতি, লাইটার ও সাবান এবং পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।সমন্বিত কার্যক্রমে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় ...