কুষ্টিয়ায় শেষ হলো লালন স্মরণোৎসব
|| নিজস্ব প্রতিবেদক ||কার্তিকের দ্বিতীয় দিন শুক্রবার (১৮ অক্টোবর) কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহ'র আখড়াবাড়িতে দিনভর ঝরলো বৃষ্টি। সেই বৃষ্টির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল লালন শাহ'র ভক্ত-অনুরাগীর চোখের জল।বৃহস্পতিবার শুরু হয় লালন শাহ'র ১৩৪তম তিরোধান উপলক্ষে স্মরণোৎসব। শুক্রবার বিকেলে উৎসব শেষ হলে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন ভক্ত-অনুরাগীরা।তবে, শনিবারও আখড়াবাড়ি প্রাঙ্গণে চলবে তিন দিনব্যাপী বাউলমেলা।প্রবীণ সাধক নহির শাহ বলেন, 'বিভিন্ন মতের মানুষ একত্র হয়ে একমতে চলার নাম সাধুসঙ্গ। সেখানে সাধু-গুরুরা একই সুর, একই তাল, একইভাবে সাধুসঙ্গে অংশ নেন।'১৮৯০ সালের ১৭ অক্টোবর দেহত্যাগ করেন ফকির লালন শাহ। এরপর থেকেই দিনটি তিরোধান দিবস হিসেবে পালিত হচ্ছে। তিরোধান দিবস তথা পহেলা কার্তিক অধিবাস সেবার মধ্য দিয়ে শুরু হয় অষ্টপ্রহর সাধুসঙ্গ। পরদিন সকালে বাল্যসেবা ও বিকেলে পূর্ণসেবার মধ্য দ...