ভুরুঙ্গামারীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত
|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর “বিপ্লব ও সংহতি দিবস” পালিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শান্তসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ৭ নভেম্বর বা...










