সাংবাদিক মামুন রেজার স্মরণে কিছু শোকাহত শব্দমালা
|| বাপি সাহা | উন্নয়নকর্মী ||মৃত্যু একটি চরম সত্য। জন্মের স্বাদ গ্রহণ করলে অবশ্যই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহন করতে হবে। মৃত্যুর কোন বয়স নেই, দিন নেই। মৃত্যুকে মেনে নিতে হয়। উপকূলীয় বিভাগীয় শহরে সাংবাদিক মামুন রেজার মৃত্যু এই শহরের অনেককে কাঁদিয়েছে। স্মার্টভাবেই এই শহরের রাজপথে হেটে চলেছেন। বয়স মাত্র ৪৫।স্বাভাবিক মৃত্যুর বয়স নেই। কিন্তু এটা সত্য, মৃত্যু যে কোনো বয়সে হতে পারে। কিন্তু অকাল মৃত্যু মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। মামুন রেজা ছেড়ে চলে গেলেন ২০ জুন রাত ৯ টায়। তাঁর এই চলে যাওয়াটা মেনে নেওয়া খুব কঠিন।মামুন রেজা ছাত্র জীবনে সাংবাদিকতা শুরু করেন। লেখাটার মাঝখানে একটু বলে রাখি, আমরা যারা ছোট এবং অবহেলিত শহরে বসবাস করি তারা ভাল কাজ করলেও অনেকটা অবহেলার স্বীকার হয়েই থাকি। প্রাপ্তির স্থানটি অনেকটা হতাশাজনক। এই অঞ্চলে অনেক প্রতিভার অবস্থান থাকলেও কতটুকু মুল্যায়ন হয়েছে, সেটির প্রশ্ন র...










