“শব-ই-বরাত বা মধ্য শা’বানের রাত এর ফযিলত”
|| অধ্যাপক ড. মো: ময়নুল হক, ইবি. কুষ্টিয়া ||গতকাল ইবিতে ছিল শব ই বরাতের আলোচনা ও দোয়া মাহফিল। আলোচকদের সবার শেষ আলোচক হিসেবে আমাকে দেয়া হয়েছিল আট মিনিট সময়, যা বলার ছিল তার কিছুই বলতে পারি নাই। এরপর ফেবুতে একজন অর্বাচীনের বক্তব্য দেখে চক্ষু চড়কগাছ। অবশেষে ফেবুতেই ফেরা যদি জাতির খেদমতে আল্লাহ এ প্রচেষ্টাটুকু কবুল করেন সে আশায়-আল্লাহ তা’আলা পবিত্র কুরআনুল কারীমের সূরা –আদ-দুখানের চতুর্থ নং আয়াতে বলেন: ﴿فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ﴾ এতে(এই রাতে) প্রজ্ঞাপূর্ণ বিষয়াদি বন্টিত হয়ে থাকে। এ আয়াতের ব্যাখ্যায় ইকরামাহ রা. অন্যান্য মুফাসসিরীন থেকে বর্ণিত হয়েছে- এটা নিসফে মিন শা’বান (যা আমাদের দেশে প্রচলিত ফার্সী শব্দ-শবে বরাত) এবং অধিকাংশ মুফাসসিরীন বলেছেন, এটি লাইলাতুল ক্বদর এর রাত, যা শবে ক্বদর নামে আমাদের কাছে পরিচিত।ব্যাখ্যাগুলোর ব্যাখ্যা করলে বুঝা যায়, কুরআন নাযিল হয়েছে লাওহে...

