মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন খুলনা শহর, দুর্ভোগে সাধারণ মানুষ
|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||✅ রাস্তাঘাট, গলি ও বাজার হাঁটু সমান পানিতে ডুবে যায় ✅ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও অফিসগামীদের সীমাহীন ভোগান্তি✅ ১৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পেও সমাধান আসেনি, উঠেছে দুর্নীতির অভিযোগমাত্র এক ঘণ্টার টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে খুলনা শহরের রাজপথ, গলিপথ এবং বাজার এলাকা। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টার পর থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে শহরজুড়ে দেখা দেয় চরম জলাবদ্ধতা, ড্রেনেজ সিস্টেম ছিলো বিপর্যস্ত।হাঁটু পানিতে ডুবে শহর, অচল যানবাহনঃরাজপথে জমে থাকা পানি হাঁটু পর্যন্ত উঠে আসে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাওয়া কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক অটোরিকশা, মোটরসাইকেল রাস্তায় অচল হয়ে পড়ে। ফলে গণপরিবহন চলাচল ব্যাহত হয় এবং হাজারো মানুষকে হেঁটে গন্তব্যে যেতে হয়।জলাবদ্ধতার সবচেয়ে বেশি প্রভাব রয়েল ও পিটিআ...