নেপালের জলবায়ু ক্যাম্পে ঢাকা আলিয়ার শিক্ষার্থী মাহিম
|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||নেপালের কাঠমাণ্ডু ও সিন্দুপালচওক জেলার গ্রামীণ এলাকায় আগামী ৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দক্ষ, সচেতন ও নেতৃত্বদানকারী তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক ক্যাম্প চলবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত।৬০ জন আন্তর্জাতিক ও স্থানীয় তরুণ-তরুণী এই ক্যাম্পে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা এবং ভুটান থেকে প্রতিনিধিত্ব থাকবে। বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন মাহতাব উদ্দিন মাহিম।মাহিম উপমহাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বকশীবাজার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ফাজিল স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।আন্তর্জাতিক ক্যাম্পটি আয়োজন করছে Mission Green Bangladesh এবং Youth for Climate Action Nepal (YCA Nepal)—একটি সুপরিচিত নেপালি যুব সংগঠন, যারা দক্ষ...