ইসলামী আন্দোলনের মহাসমাবেশ : ১০ নভেম্বরের মধ্যে সরকারের পদত্যাগ দাবি
রাজনীতির শিকার হয়ে বন্দী বিএনপি নেতা, আলেম-ওলামাসহ সকল রাজনৈতিক কারাবন্দীদের মুক্তি দিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেইসাথে ১০ নভেম্বরের মধ্যে সরকারের পদত্যাগও দাবি করেছে দলটি।শুক্রবার (৩ নভেম্বর'২৩) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব দাবি জানান।সংগঠনটির আমির বলেন, জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল নিবন্ধিত, প্রতিনিধিত্বশীল ও আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠনপূর্বত তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।সরকার এসব দাবি না মানলে আন্দোলনরত সব বিরোধী দলের সাথে আলোচনাপূর্বক পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্র...
