গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৯০ ফিলিস্তিনি
যুদ্ধবিরতি ও জিম্মিদেরে ফিরিয়ে আনার চুক্তি করতে আন্তর্জাতিক চাপের মধ্যেও অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল।গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে রোববার (১৭ ডিসেম্বর) ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৯০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববারের হামলা জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের একটি আবাসিক ব্লকে আঘাত হানে। এতে ৯০ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।ওয়াফা তার প্রতিবেদনে জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর থেকে চলমান ইসরায়েলি হ...