সোমবার থেকে আমানতের টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা
|| নিজস্ব প্রতিবেদকন||দীর্ঘদিন ধরে তারল্য সংকটে ভোগা এবং একীভূতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। আগামী সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) থেকে গ্রাহকরা তাদের আমানতের অর্থ ফেরত পেতে শুরু করবেন। কেন্দ্রীয় ব্যাংকের আমানত বিমা স্কিমের আওতায় এই অর্থ পরিশোধ করা হবে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূত হওয়া পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—যা বর্তমানে 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' হিসেবে পরিচিত, তাদের গ্রাহকদের এই অর্থ প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে যেসব গ্রাহকের আমানত দুই লাখ টাকা বা তার কম, তারা একবারে পুরো টাকাই উত্তোলন করতে পারবেন। তবে যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে আগামী দুই বছরের...










