মঙ্গলবার, ডিসেম্বর ২৩

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

|| নিজস্ব প্রতিবেদক ||

​জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে মোট ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস।

​প্রকল্পের অর্থায়ন ও ধরন

​অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের সংস্থান হবে নিম্নোক্ত উৎস থেকে:

  • সরকারি তহবিল: ৩০ হাজার ৪৮২ কোটি টাকা।
  • প্রকল্প ঋণ: ১ হাজার ৬৮৯ কোটি টাকা।
  • সংস্থার নিজস্ব তহবিল: ১৪ হাজার ২৪৭ কোটি টাকা।

​২২টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, ৫টি সংশোধিত এবং ৩টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

​প্রধান খাতসমূহ

​অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রণালয়গুলো হলো:

  • স্থানীয় সরকার মন্ত্রণালয়: ৫টি প্রকল্প।
  • পানি সম্পদ মন্ত্রণালয়: ৪টি প্রকল্প।
  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: ৩টি প্রকল্প।
  • শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়: ২টি করে প্রকল্প।
  • ​এছাড়া গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি, সমাজকল্যাণ, কৃষি এবং ধর্ম মন্ত্রণালয়ের একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছে।

​অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

​সভায় পরিকল্পনা উপদেষ্টার বিশেষ ক্ষমতাবলে অনুমোদিত (৫০ কোটি টাকার কম ব্যয়সাপেক্ষ) আরও ১০টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এই প্রকল্পগুলো মূলত অর্থনৈতিক শুমারি, নদীভাঙন রোধ, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন সংক্রান্ত।

​সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *