হজ কার্যক্রম-২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মে) রাজধানীর আশকোনায় হাজ ক্যাম্পে এ কার্যক্রম উদ্বোধন করেন সরকারপ্রধান।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো। ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে, মুসলমানদের বদনাম দিয়ে যায়, এটি দুঃখজনক। আমি সবসময় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি।
এসময় শেখ হাসিনা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হাজীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে পবিত্র হজ পালন শেষে আপনজনদের কাছে ফিরে আসতে পারেন সে জন্য দোয়া করেন তিনি। একই সঙ্গে সৌদি আরবে হজ পালনকালে দেশ ও জনগণের জন্য দোয়া করার জন্য হজযাত্রীদের কাছে আহ্বান জানান সরকারপ্রধান।
এ বছর বৃহস্পতিবার (৯ মে) থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে।