বুধবার, সেপ্টেম্বর ১১

সিরাজগঞ্জে পিকআপভ্যান থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে একটি পিকআপভ্যান থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদরের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

.

গতরাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে মাদকগুলো উদ্ধার করেন তারা।

গ্রেপ্তারকৃত মাদককারবারি কাওসার হোসেন (২১) কুমিল্লার দেবিদ্বার উপজেলার মির্জানগর পশ্চিমপাড়ার ইকবাল হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক পাচারের গোপন খবরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় একটি পিকআপভ্যান আসতে দেখে তাদের সন্দেহ হলে চালককে থামানোর নির্দেশ দেওয়া হয়। পরে ওই গাড়িতে তল্লাশি করা হলে ৫১ কেজি গাঁজা পাওয়া যায়।

পরে কাওসারকে আটক ও পিকআপভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *