রবিবার, সেপ্টেম্বর ১৫

সাকিবের দ্বিতীয় টেস্টের একাদশে থাকা নিয়ে বিসিবি’র বার্তা!

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন তার বাবা রফিকুল ইসলাম। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয় সাকিব আল হাসানকে। এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইনি নোটিশ দেয় সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সেদিনই বিসিবির নতুন সভাপতি জানান চলমান প্রথম টেস্ট শেষ হওয়ার পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলেন সাকিব।

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে দ্বিতীয় টেস্টের একাদশে থাকবেন তো সাকিব? আর বিসিবির বার্তাই বা কী?

যদিও সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে সরব সাবেক-বর্তমান তারকা ক্রিকেটাররা। সর্বপ্রথম এই নিয়ে মুখ খুলেন মুমিনুল হক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় দলের অভিজ্ঞ এ ব্যাটার বলেন, মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে সাকিবকে।

সাকিবের প্রতি সহানুভূতিশীল হবে অন্তর্বর্তী সরকার, কোয়াবের প্রত্যাশা
এরপর সামাজিক যোগাযোগ মাধমে পোস্ট দিয়ে সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসানসহ সাবেক-বর্তমান অনেক তারকা ক্রিকেটার।

হত্যা মামলার আসামি সাকিবের পক্ষে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটির আশা, সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে দেখবে অন্তর্বর্তীকালীন সরকার।

যদিও সাকিবের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান সফররত বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। ৩০ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের স্কোয়াডে সাকিব আছেন এবং একাদশেও থাকবেন–এখন পর্যন্ত সিদ্ধান্ত এমনই।

এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে সাকিবকে দুশ্চিন্তামুক্ত থাকার বার্তা দেওয়া হয়েছে। ঠিক তেমন বিশ্বসেরা অলরাউন্ডার, হত্যা মামলাটি তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না বলেও বিসিবিকে আশ্বস্ত করেছেন সাকিব।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ইসলামাবাদ ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টের জন্য অনুশীলন শুরু করার কথা বাংলাদেশের। সেসময় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *