আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর করোনাকালীন বিভাগের সেশনজট নিরসন, নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, অসুস্থ ছাত্র ছাত্রীকে সহযোগিতা, কারিকুলাম প্রণয়ন, রিসার্চ জার্নাল, একাডেমিক মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সেমিনার, অ্যালামনাই প্রোগ্রামের আয়োজন ও সুভিনিয়র প্রকাশসহ নানাবিধ কর্মকান্ড করা হয়েছে। এ ব্যাপারে বিভাগের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শারীরিক সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, সর্বপরি প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা স্মরণ করার মত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রবিবার (১৯ নভেম্বর’২৩) সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী চেয়ারম্যান হিসেবে তিনি এসব কথা বলেন। এরপর বিদায়ী চেয়ারম্যানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. আ. ন. ম. ইকবাল হোসাইন।
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আস্রাফী। বিশেষ অতিথি ছিলেন থিওলজী অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ। এছাড়াও আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো: জাকির হুসাইন, প্রফেসর ড. মোঃ সেকেন্দার আলী, প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, প্রফেসর ড. মো: নাছির উদ্দীন, প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম-সহ বিভাগীয় সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।