শনিবার, সেপ্টেম্বর ১৪

সমাজের রূপ_কবিতা

লেখক: ফেরদৌস আহমেদ

গোয়াল ভাইয়ের কারসাজিতে জল হল আজ দুধ
কর্জ গেছে নির্বাসনে রাজ্য চালায় সুদ।

মিথ্যাবাদী সম্মানি আজ সত্য কথায় দোষ
সাহেব বাবু জাবর কাটে কার্য চালায় ঘোষ।

শাশুড়ি আজ সাপের মত নকুল হল বউ
মৌমাছি আজ লাগে না আর মানুষ বানায় মৌ।

ব্যভি*চার আজ বড়ই সহজ কষ্টতর বিয়া
জামাই বউ আজ তিক্ত লাগে মিষ্টি পরকীয়া।

খবর কাগজ পায় না খবর আকাশ পাতাল ঘেঁটে
বাধ্য হয়ে খবর লেখে কার বাবু কার পেটে।

বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই
ছেলের ঘরে পীরের ছবি বাপের জায়গা নাই।

চিকিৎসক আজ চিকিৎসাতে দিচ্ছে মনোযোগ
সুস্থ দেহে মেশিন দিয়ে খুঁজছে নানা রোগ।

মান বাঁচাতে মা করে তার নবজাতক খুন
মানুষ হয়ে হত্যা করে মানবজাতির ভ্রূণ।

নগ্নরা আজ সেলিব্রেটি ভদ্ররা আজ চুপ
এই আমাদের কালের চিত্র এই সমাজের রূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *