রবিবার, সেপ্টেম্বর ১৫

সদস্য পদ বাতিল হচ্ছে ৭ পরিচালকের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বোর্ড সভা ডেকেছেন ফারুক আহমেদ। তার সভাপতিত্বে হওয়া এই বোর্ড মিটিংয়ে সদস্যপদ হারাচ্ছেন ৭জন বোর্ড পরিচালক। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বোর্ড মিটিংয়ের একটি সূত্র।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এ বোর্ড সভা। নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পর বদলে যাচ্ছে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। অর্থ, ক্রিকেট পরিচালনা, বিপিএল গভর্নিং কাউন্সিল, মার্কেটিং, গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ, গেম ডেভেলপমেন্ট, হাইপারফরম্যান্স ইউনিট, মিডিয়া বিভাগের কমিটিও পুনর্গঠন করা হচ্ছে।

তবে এই বোর্ড সভা থেকে সদস্যপদ হারাচ্ছেন ২ জুলাইয়ের বৈঠকে না থাকা ৭ পরিচালক। জানা গেছে, এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মনজুর আলম, মনজুর কাদের, নাজিব আহমেদ পর পর তিন মিটিংয়ে অংশ না নিয়ে বাদ পড়তেছেন। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী পরপর তিনটি বৈঠকে না থাকায় বাদ পড়ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *