“শ্রেষ্ঠ প্রদীপ“
–মো. যুবায়ের খান, ইবি
আমার কাব্যের শ্রেষ্ঠ প্রদীপ
জ্বলে থাকা আলোর সাঝ
ভালোবাসার শক্তি ডানা
ইতিহীন মমতার উপন্যাস
ঘুমিয়ে পড়ার কাব্য সুজন
ঘোড়সওয়ারের উরন্ত রূপ
গল্প রাজের আল্পনাতে
জীবন স্রোতের প্রকৃত রূপ
আমার আধারের সূর্য রূপী
শ্রেষ্ঠ উপহারের রূপকার
রাগী চোখের ধমক সুরের
জীবন পাথেয়র স্বর্ণকার
ভালোবাসার এক কষ্টিপাথর
সাঁঝবেলার পরশ চাদর
ত্যাগরাজ্যের উদার রাজা
দীপ্তময় আমার বাবা
লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়া।