সোমবার, অক্টোবর ১৪

শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় দুপুরে শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজারে ভাঙচুর-লুটপাটের পর তাতে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর একদল লোক এসে এ ঘটনা ঘটান। তারা মাজারের সীমানা প্রাচীর, পাকাভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মাজারের আশপাশের এলাকার বেশ কয়েকটি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ আলেম-ওলামারা ভেকু দিয়ে মাজারটি ভাঙচুর করেন। হামলাকারীরা বিভিন্ন স্থাপনা ও কবরস্থান ভেকু দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় মাজারের পীর খাদেম এবং ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে যান। পরে সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাঙচুরকারীদের দাবি, মাজারটি ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদক সেবনের আখড়ায় পরিণত হওয়ায় তারা এটি ধ্বংস করেছেন।

তবে মাজারপন্থীদের দাবি, এই মাজারে শরীয়াহ বিরোধী কাজকর্ম হতো না। ভক্তদের কাছ থেকে পাওয়া মাজারের টাকায় একটি মসজিদ পরিচালনা, মাদরাসায় অর্থ দেওয়াসহ অসহায় মানুষদের সহায়তা করা হয়। মাজারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা হামলা করে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *