রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আহত এক নিরাপত্তাকর্মী হাসপাতালে মারা গেছেন। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৫৫)। তিনি রাজধানীতে ডাচবাংলা ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। রেজাউলের গ্রামের বাড়ি বরিশাল। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, রেজাউল শনিবার ফজরের নামাজ পড়ার পর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অসাবধানতার জেরে এ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।