রাজধানী বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিল। রাজধানীর কোথাও কোথাও সকালের দিকেও দু-এক ফোঁটা বৃষ্টি পড়েছে। তবে দুপুরের পর ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এ বৃষ্টিতে পথে-ঘাটে থাকা নগরবাসী পড়েন ভোগান্তিতে।