শনিবার, ডিসেম্বর ১৪

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, জিততে ব্যস্ত কমলা-ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে বিরামহীন প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। প্রচারের শেষ সময়ে দোদুল্যমান রাজ্যগুলো চষে বেড়াচ্ছেন এই দুই প্রার্থী। দুজনেই দোদুল্যমান রাজ্যেই নজর দিচ্ছেন বেশি।

ইতোমধ্যে নির্বাচন নিয়ে করা জরিপগুলো দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস দিচ্ছে। শেষ দিকের প্রচারেও ডোনাল্ড ট্রাম্প তার প্রচারে অভিবাসনবিরোধী বার্তাকেই সামনে রেখেছেন।

অন্যদিকে কমলা হ্যারিসের প্রচার দল তার জয়ের বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। তারা এখন ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য বলে পরিচিতি অঙ্গরাজ্যগুলোর ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন। খবর বিবিসির।

এ বছরের নির্বাচনে সুইং স্টেট হিসেবে পরিচিত পাওয়া রাজ্যগুলোর মধ্যে রয়েছে- অ্যারিজোনা, পেনসিলভানিয়া, জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও নেভাদা। এসব রাজ্যের ভোটারদের জয় করতে শেষ মুহূর্তের চেষ্টা করে যাচ্ছেন দুই প্রার্থী।

মঙ্গলবার এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যেই প্রায় পঁচাত্তর লাখ ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *