মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ দেয়া হয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বলেন, বিগত সেমিস্টারে ৩৬ জন ছাত্র-ছাত্রীকে মেধার ভিত্তিতে ২৫%, ৫০% ও ১০০% পর্যন্ত বৃত্তি দেয়া হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি’২৪) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভবন মিলনায়তনে স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান জমকালো এ নবীনবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মেধাবৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রীদের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান মানারাত ইউনিভার্সিটিকে শিক্ষা ও নৈতিকতার অনন্য কেন্দ্র উল্লেখ করে বলেন, আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু নৈতিক ও মানবিক মানুষ হতে পারছি না। শিক্ষাকে আমরা শুধু সম্পদ অর্জনেরই না, কুক্ষিগত করার হাতিয়ার হিসেবেও ব্যবহার করছি। অথচ এই নৈতকতা হলো একটি জাতির মেরুদণ্ড। প্রাতিষ্ঠানিক ও নৈতিকতায় উৎকর্ষ সাধনই মানারাত ইউনিভার্সিটির স্লোগান। আমরা এই স্লোগান সামনে রেখে আজকে নবীনদের বরণ করে নিচ্ছি।
বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে জানিয়ে এর ভারপ্রাপ্ত উপাচার্য আরও বলেন, এখানে দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে প্রতি সেমিস্টারে মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয়ার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ওপর ১০০ শতাংশ পর্যন্ত ওয়েভার রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। এতে অন্যদের মাঝে বক্তৃতা করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো: মাহবুব আলম, ইংরেজি বিভাগের প্রধান আহমদ মাহবুব-উল-আলম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মো. মামুন উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।