মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭

মানারাত ইউনিভার্সিটিতে “শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক চ্যম্পিয়নশিপ’২৩” উদ্বোধন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক চ্যাম্পিয়নশিপ-২০২৩’ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আতিকুল ইসলাম। আজ (বুধবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গুলশানস্থ ক্যাম্পাসে তিনি প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব আয়োজিত প্রতিযোগিতাটির উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ডা. মেখলা সরকার, ইসরাত জাহান নাসরিন এবং বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খান (শাকির সবুর)। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, বিভাগীয় প্রধান-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি উপলক্ষ্যে ‘নবারুন-২’ নামে একটি প্রকাশনা বের হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *