মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭

মানব বনসাই_কবিতা

মানব বনসাই

বয়সের বাধ্যতায় অক্লান্তের বাসা বাঁধেনি
বনসাই বামন বৃক্ষ যেমন চাতক হয়ে
অনন্ত প্রহর অনুসরণে মগ্ন
তখন মানব সত্ত্বারা
তাচ্ছিল্যের নগ্ন নৃত্যে নিমজ্জিত।

মানব বনসাইয়ের মৃত্যুঞ্জয়ের আজ্ঞাপানে
অবকাশ যাপন!
কালবেলার খেলা যেন আলোকশূন্যতায় ভরা
দিশেহারা পথের মতো।

বনসাই বামন অস্তিত্ব অনন্ত অনঢ়।
ঠায় দাড়িয়ে থাকা উদ্বাস্ত।
প্রচন্ড ঝড়েও সঞ্চালন বনসাই
প্রহর গুনে চলা প্রাণ অবিরত!

মানব বনসাই সুনিপুণ ধ্যানে মগ্ন থাকা
লাঞ্ছনা বিনাশের স্বীয় প্রচেষ্টায়
মহাকাল কখনো যেন থেমে থাকা নিশ্চুপ
জীবন্ত সুরের ব্যঙ্গ কন্ঠে বাজে বিদ্রুপ!

বনসাই মানবও হয়ে ওঠে
দৃঢ়গতিতে প্রাণশূন্য জড়ের মতো
বাইরের আভূষণে যদিও বা সমুজ্জ্বল চমকিত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *