বুধবার, সেপ্টেম্বর ১১

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে ঢাবির স্যার এ এফ রহমান হল

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধের শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান হলটির প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে অধ্যাপক সাইফুল ইসলাম খান বিজয়ের এই দিনে দেশের স্বাধীনতার রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ পচাত্তরের ১৫ আগস্টের সকল শহিদকে কৃতজ্ঞতাচিত্তে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাঁরা আত্মাহুতি দিয়েছেন, সেসব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *