সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (৭ জানুয়ারি)। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
কেন্দ্রের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর। তিনি নিজ কেন্দ্র গোসাইলডাঙা জি কে বি দোভাষ বালিকা উচ্চবিদ্যালয়ে কেন্দ্রের প্রথম ভোট দেন। তিনি জানান, চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের নিজ দলীয় প্রার্থী শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরকে চেয়ার মার্কায় ভোট দিয়েছেন।