মঙ্গলবার, নভেম্বর ৫

বেলকুচি মডেল কলেজের সভাপতি পরিবর্তন, রেজার স্থলে নতুন সভাপতি হাফিজুর

সিরাজগঞ্জের বেলকুচি মডেল কলেজের গভর্নিং বডির সভাপতির পদ পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে বাদ দিয়ে তদস্থলে নতুন সভাপতি করা হয়েছে বেলকুচি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী হাফিজুর রহমানকে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত পত্রে এ তথ্য জানা গেছে।

বেলকুচি মডেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীম হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় নতুন সভাপতি নিয়োগের একটি চিঠি আমি হাতে পেয়েছি।

অধ্যক্ষের কাছে প্রেরিত পত্রে বলা হয়েছে, অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ সাজ্জাদুল হক রেজা-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে জনাব মোঃ হাফিজুর রহমান-কে মনোনয়ন দেওয়া হলো।

হাফিজুর রহমান অত্র কলেজের গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *