দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে কেটলি প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মাসুক উদ্দীন আহমদকে চৌদ্দ হাজারের অধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন।
কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৫৮ টি কেন্দ্রে কেটলি প্রতীকের মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পেয়েছেন ৪৭১৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রতিনিধি মাসুক উদ্দীন আহমদ পেয়েছেন ৩২৯৭৩ ভোট। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ১৪১৮০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।