দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনে বিপুল ভোটে জয়ের ইতিহাস গড়লেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। প্রায় এক লাখ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন এ স্বতন্ত্র প্রার্থী।
মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনের টানা দুইবারের সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এবার নৌকার এ প্রার্থীর ভরাডুবি হয়েছে ফেইসবুকের অতি পরিচিত মুখ স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে। যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যারিস্টার সুমন ঈগল প্রতীক নিয়ে হারিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীকে।
এ আসনের ১৭৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী ৬৯ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন।