মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত সংবর্ধনা অংশ নিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অতিথিবৃন্দ।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানাসহ অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করলে সস্ত্রীক স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন।
পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সস্ত্রীক মঞ্চে ওঠার পর জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চের সামনে লালগালিচায় ছিলেন।
এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সস্ত্রীক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বিজয় দিবসের কেক কাটেন। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা যোগ দেন। এছাড়া তিন বাহিনী প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।