রাজধানীর উত্তর বাড্ডার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলে বার্ষিক রেজাল্ট ডে অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ভালো ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাজী শেখ মুহাম্মদ নূর-উন-নাবী। এসময় স্কুলের প্রধান শিক্ষক মো: জহিরুল ইসলাম জয় ও সহকারী প্রধান শিক্ষক কে এম জাহিদ তিতুমীর উপস্থিত ছিলেন।
এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।