রবিবার, সেপ্টেম্বর ১৫

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী ৫ সেপ্টেম্বর

উপমহাদেশের খ্যাতিমান আন্তঃধর্মীয় সম্প্রীতি সাধক, সুফি গবেষক ও বাংলার রুমি, শাহসুফি সৈয়দ আহমদুল হক-এর ১৩তম ওফাতবার্ষিকী ৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. (বৃহস্পতিবার)। দিবসটি উপলক্ষে চট্টগ্রামের লালখান বাজারস্থ ঐতিহ্যবাহী রুহ আফজা কুটিরে বাংলার রুমির মাজার শরিফ প্রাঙ্গণে কুরআনখানি, মিলাদ, দোয়া, তবাররক বিতরণ ও আলোচনা সভা-সহ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

বাংলার রুমি প্রতিষ্ঠিত গবেষণাধর্মী আধ্যাত্মিক প্রতিষ্ঠান- আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- বৃহস্পতিবার সকাল ৭টায় কুরআনখানি, সকাল ১০টায় রুমি সোসাইটির উপদেষ্টা ও বাংলার রুমির বড় সাহেবজাদা শাহসুফি সৈয়দ মাহমুদুল হকের উপস্থিতিতে মাজার শরীফে নতুন গিলাফ পরানোসহ গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর মিলাদ, দোয়া এবং এতিম ও গরিব-দুঃখীদের মাঝে তবাররক বিতরণ, বাদ আছর খতমে কুরআন, সন্ধ্যা ৬:৩০ টায় “শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে বাংলার রুমি” শীর্ষক আলোচনা সভা এবং সবশেষ সেমা মাহফিল অনুষ্ঠিত হবে।

আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট ডেলটা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, দেশ বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। এছাড়াও বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করবেন।

মহতি এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *