বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে আল কুরআনে বর্ণিত চিকিৎসা বিজ্ঞান উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী।
আজ (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হল রুমে “কেডাভেরিক অর্গান ডোনেশন এন্ড ট্রান্সপ্লান্টেশন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি এ উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যলয়ের সারাহ্ ইসলাম ক্যাডভেরিক ট্রান্সপ্লান্ট সেলের উদ্যোগে সফল ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টেশনের বর্ষপূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডাক্তার আশরাফুজ্জামান সজীব।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সারাহ্ ইসলাম ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সেলের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল।
ইবি অধ্যাপক সাইফুল ইসলাম সিদ্দিকী আল কুরআনে বর্ণিত চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখা, এ্যানাটমী বা শরীরতত্ত্বের ৪২ টি অরগান, নার্সিং, চিকিৎসার প্রতিষেধক ঔষধ, ঔষধের কাঁচামাল হিসেবে আল কুরআনে বর্ণিত বিভিন্ন উদ্ভিদের ভূমিকা বিষয়ে আলোচনা করেন।
ইসলাম প্রদত্ত পোশাকের স্পর্শ পিতা ইয়াকুব আলাইহিস সালামের অন্ধত্ব বিপরীত হয়ে দৃষ্টি ফিরে আসে কিভাবে? চিকিৎসা বিজ্ঞানে এটাকে কি বলে? বর্তমানে চোখের চিকিৎসায় অপারেশন না করে কিভাবে কুরআনের এই চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগানো যায়, সে বিষয়েও মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন।
মানব জীবনের কল্যাণে অবতীর্ণ শ্বাসত কুরআন নিজেই শিফা বা প্রতিষেধক
وننزل من القران ما هو شفاء ورحمه
উল্লেখ করে এ বিষয়ে বিস্তর গবেষণার আহ্বান জানান এই ইবি অধ্যাপক।
সেমিনারে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, সিনিয়র অধ্যাপক এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান-সহ দুই শতাধিক ডেলিগেট উপস্থিত ছিলেন।