রবিবার, মার্চ ২৩

বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছায় বিএনপি’র বিশাল জনসভা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||

বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপি’র উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি বিকালে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদ দোসরদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে রূপান্তর হয়েছে। এই জনসভা বগুড়া জেলা বিএনপি’র নেতা-কর্মীদের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বগুড়ায় এটি সব চাইতে বৃহৎ জনসভা হবে। তিনি এই জনসভাকে সফল করতে সবাইকে আহবান জানিয়েছেন।

এতে সভাপতিত্ব করবেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ একেএম মাহবুবর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হেলালুজ্জামান তালুকদার লালু সম্মানিত উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সংসদ সদস্য (এমপি), এ্যাডঃ সৈয়দ শাহীন শওকত, সাংগঠনিক সম্পাদক-রাজশাহী বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক-রাজশাহী বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন-সহ সাংগঠনিক সম্পাদক-রাজশাহী বিভাগ বংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সফল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *