শনিবার, সেপ্টেম্বর ১৪

ফিলিস্তিনের মিছিলে_কবিতা

“ফিলিস্তিনের মিছিলে”
-কবি জাহরা-ই-নূর

এখানে শরৎ সাদা আর নীল
টলমল জলে নদী, খাল, বিল।
ওখানে ধূসর আকাশ কাহন
ভালোবাসা পুড়ে ঝরেছে কখন।

গুটি গুটি পায় শিশুদের ভীড়
জানে কি তারা কোথা পাবে নীড়।
পাখির খাঁচায় খুশিমাখা চোখে
ফোটেনি তো বোল হাসিমাখা ঠোঁটে।
নীরব তিমির দেখে নাই কি সে?

কামান গোলা বারুদের ভয়
স্তব্ধ জননী মাতমের শোকে।
বুকে হাহাকার জীবিকার ভার
কেবা জানে কার শানিতের ধার।

খেলেছে কি সে লুকোচুরি খেলা
বন্ধুর সাথে বিকেল বেলা।
ঐ দেখা যায় ধ্বংস কুপে
দাঁড়ায়ে ছেলেটি কাঁদিছে শোকে।
অশ্রুধারায় গালটি ভিজে
ভয়ে ভয়ে তার হৃদয় কাঁপে।
নালিশ জানাবে কেই বা আছে?

উড়বে কি পাখি মুক্ত আকাশে
ফসফরাসের গন্ধ বাতাসে।
লঙ্ঘিত আজ মানবধর্ম
ক্ষুধিত প্রাণের বিষাদ মর্ম।

হঠাৎই জাগলো শহরের গলি
ছুঁড়ে ফেলে ভয় ওমর আর আলী।
হাজারে হাজারে রকেট বিমান
রক্তমাখা গায় নিশান তুলি।
জানে নাকো তারা পাবে কি ছাড়া
ফুসে ফুসে উঠে দাজ্জাল পাড়া।

বুকে পতাকা মুখে কালিমা
মিছিলে মিছিলে দামামার গান।
একা নও তুমি হে আগুয়ান
ফিরিয়ে ভূমি বিজয় সমান।

কোটি মুসলমান আওয়াজ তুলি
কত গুলি নেবে দেহ আর খুলি
কত উড়াইবে পবিত্র ধুলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *