বুধবার, সেপ্টেম্বর ১১

ফরিদপুরে ট্রাকচাপায় একজনের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় তপন কুমার রায় (৫৮) নামে এক মোটরসাইকেল মেকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় চিনিকল সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

তপন কুমার রায় মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত গোকুল চন্দ্র রায়ের সন্তান। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।

জানা গেছে, তপন কুমার রায় ইজিবাইকযোগে বাড়িতে ফিরছিলেন। ইজিবাইকটি ঘটনাস্থলে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তপন রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ট্রাকটি তাকে চাপা দেয়। দূর্ঘটনার পর স্থানীয়রা তাকে আহত অবস্থায় প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, দূর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *